শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের বরাক প্রিমিয়ার লিগ ৬ ফেব্রুয়ারি থেকে

চ্যম্পিয়নদের নগদ পুরস্কার ১লক্ষ এবং রানার্স ৫০ হাজার টাকা, অংশ নিচ্ছে বাংলাদেশের দল____

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বরাক প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারেও আয়োজন করতে যাচ্ছে শিলচরের অগ্রণী ক্রীড়া  সংগঠন ভেটারেন ক্রিকেটার্স ক্লাব (এসভিসিসি)। বরাকের অন্যতম মর্যাদা সম্পন্ন এই টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার আসর হচ্ছে এসভিসিসি-র ষষ্ঠ সংস্করণ। গতবারের মতো এবারেও সেটাকে পঙ্কজ কুমার দেব বরাক প্রিমিয়ার লিগ নামেই নামাঙ্কিত করা হয়েছে। টুর্নামেন্টের পৃষ্টপোষকতায় এবারে এগিয়ে এসেছে ওএনজিসি।  শুরুতে  সাংবাদিকদের সামনে প্রতিযোগিতার বিশদ বিবরণ তুলে ধরেন এসভিসিসি সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং। পরে টুর্নামেন্টের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন সাধারণ সচিব নিরঞ্জন দাস, টুর্নামেন্টের সচিব হিমাদ্রি শেখার দাস। স্পন্সরারদের পক্ষে ওএনজিসি-র চিফ জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) জয়ন্ত কুমার, রামানুজ গুপ্ত ও ডাঃ প্রিয়ঙ্কা দেব। বুধবার শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের ডেকেএসবের জানান দেন তারা। 
এসভিসিসি-র  সভাপতি বলেন, মোট ১৩টি দল নিয়ে এবারের খেলার ছক সাজানো হয়েছে। খেলা শুরু হবে ৬ ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে ১২ ফেব্রুয়ারি। খেলা হবে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। এজন্য আনুষাঙ্গিক অনুমতি শিলচর জেলা ক্রীড়া সংস্থা ও অসম ক্রিকেট সংস্থার কাছ থেকে ইতিমধ্যে তারা নিয়ে গেছেন। তাছাড়া প্রতিযোগিতার মূল আকর্ষণ খেলার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এবারে ট্রফি সমেত ১ লক্ষ টাকায় বৃদ্ধি করা হয়েছে। আগে সেটা ছিল ৮০ হাজার টাকা। সেটা মূলত: টাইটাল স্পন্সরারের তরফে দেয়া হয়। রানার্স অব দল পাবে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা। সে অর্থ সুরমা ভ্যালি ডিস্ট্রিবিউটরের পক্ষে প্রদান করবেন বাবুল হোড়। তাছাড়া প্রতিযোগিতার ব্যক্তিগত পুরস্কারগুলির সবকটার সঙ্গে ট্রফি সহ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এরমধ্যে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩২ ইঞ্চি এলইডি টিভি। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যান অব দ্যা ম্যাচ ফাইনাল খেলোয়াড়দের দেওয়া হবে, টাইমেক্স হাতঘড়ি। হাইয়েস্ট সিক্সার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, প্রোমিজিং প্লেয়ারদের দেয়া হবে ট্রফি সহ নগদ ২ হাজার টাকা।

এছাড়া প্রতিটি ম্যাচেও থাকছে ব্যক্তিগত পুরস্কার। তিনি এও বলেন, এতদিন বরাকের মধ্যেই টুর্নামেন্টের সীমাবদ্ধতা ছিল। এবারে সেটাকে তারা আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যাচ্ছেন। এর কারণ, এবারে বাংলাদেশ থেকে একটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তাছাড়া আয়োজনে ওএনজিসি-র মত প্রতিষ্ঠান এগিয়ে আসাতে খেলার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে।

সচিব নিরঞ্জন দাস বলেন, বরাকের এই প্রতিযোগিতা হলেও দেশের বিভিন্ন প্রান্তের প্রথম শ্রেণি ও রঞ্জি ক্রিকেটাররা এই খেলায় অংশ নেন। এর ব্যতিক্রম হচ্ছে না এবারেও। তাছাড়া বাংলাদেশ থেকে একটি দল অংশ নেওয়াতে প্রতিযোগিতা মান আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পেল। আয়োজক সচিব হিমাদ্রি শেখর দাস বলেন,আগামী সোমবার মুনলাইট সোনাই ও ব্লু হিল ডিমা হাসাও দল দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হলেও আনুষ্ঠানিকতা হবে এর পরদিন, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের দুই সেমিফাইনালের আসর বসবে ১১ ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে ১২ ফেব্রুয়ারি, ফ্লাডলাইটে। ফাইনাল খেলা শুরু হবে বিকাল সাড়ে চারটায়।  সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তিন স্পনসরারই এই প্রতিযোগিতায় নিজেদেরকে সামিল করতে পেরে সন্তোষ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এর আরও শ্রীবৃদ্ধি কামনা করেন।
এদিকে, হিমাদ্রি শেখর দাস এক বিবৃতিতে জানান, বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এবারে তৈরি করা হয়েছে একটি থিম সং। বরাক প্রিমিয়ার লিগের এবারের সংস্করণকে সামনে রেখে জম্পেশ গানটি তৈরি করেছে শিলচরের বাংলা গানের ব্যান্ড দলছুট। গানের লিরিক লিখেছেন দলছুটেরই সায়ন বিশ্বাস। সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন সন্দীপ ভট্টাচার্য ও শোভন দাস। মিক্সিং ও মাস্টারিংয়ে দেবকমল সিনহা। কাজ হয়েছে ওয়েবস রেকর্ড স্টুডিওতে। থিম সং নিয়ে বিপিএল আয়োজক শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের অন্যতম বরিষ্ঠ এই কর্মকর্তা এও জানান, ‘সম্পূর্ণ ক্রিকেট আবহে তৈরি এই গান বিপিএলের আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে তাদের সংগঠন আশাবাদী। সম্ভবত বরাকে ক্রিকেটের থিম সং এই প্রথম, এদিক দিয়ে ব্যাপারটা বেশ রোমাঞ্চের। আগামী দু-এক দিনের মধ্যেই এই গানের অডিও রিলিজ করা হবে। ভবিষ্যতে এর ভিডিও করা যায় কিনা, সেটাও বিবেচনাধীন রয়েছে।

খেলায় যেসব দল অংশ নিয়েছে এর মধ্যে রয়েছে শিলচর লায়ন্স, নভোটিয়াস শিলচর, বদরপুর রয়ালস, মুনলাইট সোনাই, ফ্রেন্ডস ফরএভার হাইলাকান্দি, উদারবন্দ ট্রান্সফরমার্স, দুধপাতিল ড্রাগনস, বরাক বুলেটিন রেঞ্জার্স, সিআরএসি হাইলাকান্দি গ্লেডিয়েটর্স, ব্লু হিলস ডিমা হাসাও, বাংলাদেশ টাইগার্স ও আর্শিন ব্লুজমস কাটিগড়া।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News