চিকিৎসক-নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাকে পুরস্কৃত

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক-নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থা গুলোকে পুরস্কৃত করা হল।  শুক্রবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন-মেডিক্যাল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদের সম্মান জানানো হয়।

এদিন সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জেলার হেলথ কমিশনার খালেদা সুলতানা, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, সহকারী হেলথ কমিশনার জুলিলি দেবী সহ আরও বিশিষ্ট জনেরা। বক্তব্যে মর্যাদাপূর্ণ ন্যাশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সার্টিফিকেশন চারটি স্বাস্থ্য কেন্দ্র লাভ করেছে। এতে এসএমএস সিভিল হাসপাতাল লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ উচ্চমান পূরণ করেছে। এছাড়াও শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টার ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্য়ান্ড হেলথ কেয়ার থেকে সম্মান স্বীকৃতি লাভ করেছে। এই সম্মান পাওয়ার জন্য সমর্গ উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম এবং একমাত্র রক্তদান কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।

চিকিৎসক-নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাকে পুরস্কৃত

শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত বলেন, শিলচর মেডিক্যাল কলেজ রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে প্রয়াত চালিয়ে যাচ্ছে এতে নার্স -চিকিৎসক ছাড়াও বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলিও যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

চিকিৎসক-নার্স সহ বেসরকারি সামাজিক সংস্থাকে পুরস্কৃত

Author

Spread the News