অবৈধ সম্পর্কের সন্দেহে গৃহ শিক্ষককে খুন টিএসআর জওয়ানের
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে গৃহ শিক্ষককে খুন করলেন টিএসআর জওয়ান। শুক্রবার দুপুরে এ নৃশংস ঘটনাটি ঘটে সোনামুড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। জওয়ান গিয়াস উদ্দিন নিজেই ঘটনার পরে সোনামুড়া থানায় আত্মসমর্পণ করেন। খুন হওয়া গৃহ শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়ি খাসচৌমহনী এলাকায়।
জানা যায়, গৃহ শিক্ষক হুমায়ুন মইশান তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে বলে সন্দেহ করতেন টিএসআর জওয়ান। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। শুক্রবার দুপুরে টিএসআর জওয়ান ডিউটি ছেড়ে বাড়িতে এসে গৃহ শিক্ষককে স্ত্রীর সঙ্গে অবৈধ কাজে দেখতে পান। এমনটাই অভিযোগ গিয়াসের। তখনই বিপত্তি ঘটে। ধারালো ছুরি দিয়ে গিয়াস উদ্দিন হুমায়ূনকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
গৃহ শিক্ষক হুমায়ুন মইশান প্রাক্তন সিপিআইএম নেতা। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ হেফাজতে রয়েছে টিএসআর জওয়ান।