১১৫ কোটি টাকার মাদক উদ্ধার করিমগঞ্জে, গ্রেফতার চার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : করিমগঞ্জ বাইপাস সড়ক থেকে ১১৫ কোটি টাকার মাদক করল পুলিশ।পাশাপাশি চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অসম পুলিশের আইজিপি পার্থ সারথি মোহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের যৌথ অভিযানে NL 01 AC 4764 নম্বরের একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে লরির গিয়ারবক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক কেজি তিনশ গ্রাম সন্দেহভাজন হেরোইনও উদ্ধার করে পুলিশ।
এদিনের এই অভিযানে গ্রেফতার করা হয় নাইমুল হক, ফুজাইল আহমেদ, আতিকুর রহমান এবং জগজিৎ দেববর্মা নামের চারজনকে। তাঁদের মধ্যে তিনজনের বাড়ি নিলামবাজারে এবং একজনের বাড়ি ত্রিপুরায় বলে জানা গেছে। বর্তমানে পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।