তৃণমূল কংগ্রেস কাটিগড়া বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : তূল কংগ্রেসের কাটিগড়া বিধানসভা অঞ্চলের টিকরবুরুঙ্গা খাম্বার বাজার এলাকায় এক কর্মী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার কালাইন ব্লকের দলীয় সভাপতি রাজেন্দ্র সিনহার নেতৃত্বে ১৬টি জিপির প্রতিনিধিরা মিলে ৩২জন সদস্য নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন টিকরবুরুঙ্গার বিশিষ্ট নেতৃবৃন্দ সাধনবাবু সিনহা, এফআর লস্কর, পৃথীশ দাস, সুয়াব আলি…