বিশ্ব এইডস দিবসে কেশব স্মারক সংস্কৃতি সুরভী শালগঙ্গা সচেতনতা সভা
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস উপলক্ষে কেশব স্মারক সংস্কৃতি সুরভী শালগঙ্গা রুয়েল রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে একটি বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নবগোপাল চন্দ। তিনি বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভারতীয় দর্শনের আলোকে নিজেকে গড়ে তুলে এই মারাত্মক রোগ থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব।…