বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে সম্প্রতি হোমস্টে নিয়ে তিনদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ডিফু ক্যাম্পাসের সহ-উপাচার্য অধ্যাপক শিবাশিস বিশ্বাস। উদ্বোধনী ভাষণে তিনি ডিফু অঞ্চলে টেকসই পর্যটন মডেল হিসেবে হোমস্টের ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, হোমস্টে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকায়ন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই কর্মশালাটি পরিচালিত হয় ডিএইচটিএম বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জীবকুমার সাক্সেনার নেতৃত্বে। আতিথেয়তা শিক্ষা ও কমিউনিটি-ভিত্তিক পর্যটনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে অধ্যাপক সাক্সেনা হোমস্টে মডেলকে আসামে অন্তর্ভুক্তিমূলক পর্যটন বিকাশের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হোমস্টে পর্যটকদের জন্য স্থানীয় ও প্রামাণিক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পরিবারের সরাসরি আর্থিক লাভের পথ খুলে দেয়। একইসঙ্গে তিনি গুণগত মান, উৎকৃষ্ট পরিষেবা ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দেন।
কর্মশালায় হোমস্টের ধারণা ও উপকারিতা, আসাম হোমস্টে নির্দেশিকা, কার্যকর যোগাযোগ দক্ষতা, পেশাদার গ্রুমিং, ফ্রন্ট অফিস পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সমাপ্তি অধিবেশনে আসাম বিশ্ববিদ্যালয় ডিফু ক্যাম্পাসের অধ্যাপক কে এইচ নরেন্দ্র সিংহ এই উদ্যোগের প্রশংসা করেন এবং অঞ্চলে হোমস্টে পর্যটনকে আরও শক্তিশালী করতে এর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক সৌমেন্দ্র নাথও।


