১৬ কোটি টাকার মিথামফেটামিন বাজেয়াপ্ত আসাম রাইফলসের

পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। এক গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস রবিবার কাস্টমস বিভাগের সঙ্গেমযৌথ অভিযানে নেমে অসম তেলিয়ামুড়ার বাধারঘাট এলাকা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন বাজেয়াপ্ত করে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে জানা গেছে।
বাজেয়াপ্তের পর আসাম রাইফেলস কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করে।

Spread the News
error: Content is protected !!