চাকরি থেকে অবসর LIC ডেভেলপমেন্ট অফিসার সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরীর, সংবর্ধনা

চাকরি থেকে অবসর LIC ডেভেলপমেন্ট অফিসার সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরীর, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১ মার্চ : একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসাবে সারাটা জীবন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে অবশেষে চাকরি জীবন থেকে অবসর নিলেন এলআইসিআই-র শিলচর শাখা-২ এর ডেভেলপমেন্ট অফিসার সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরী ওরফে বাপী। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। এদিন এলআইসিআই শিলচর শাখা-২ এর পক্ষ থেকে সুদীপ্ত বাবুকে তার সুদীর্ঘ কর্মজীবনে বিশেষ অবদান রাখার জন্য জাঁকালো সংবর্ধণা প্রদান করা হয়েছে। তার হাতে স্মারক সম্মাননা, শংসাপত্র তুলে দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন এলআইসিআই-র শিলচর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শান্তনু গোস্বামী ও ক্লেইম সেকশনের প্রধান পার্থ সারথি পাঠক। 

এদিন পরে সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বেস প্রেসিডেন্ট ডিও অ্যাসোসিয়েশন অর্পিতা সাহা ও বেস সেক্রেটারী ডিও অ্যাসোসিয়েশন নিরূপম কর, লালমিয়া লস্কর, শান্তনু সেন, সিনিয়র এজেন্ট পিযুষ দেবরায়,  কলকাতা থেকে আগত অনিতা চন্দ, এমডিআরটি এজেন্ট বিষ্ণু চন্দ প্রমুখ। উপস্থিত ছিলেন এলআইসিআই-র শিলচর শাখা-২ এর সিনিয়র ডিও সলীল চৌধুরী,  বেস প্রেসিডেন্ট ডিও অ্যাসোসিয়েশন শিলচর শাখা-১ জন্মজিৎ চৌধুরী সহ এলআইসিআই-র সকল কর্মী ও সংস্থার অন্যান্য সদস্যরা। 

চাকরি থেকে অবসর LIC ডেভেলপমেন্ট অফিসার সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরীর, সংবর্ধনা

এদিন বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে বলেন, সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরী ১৯৯২ সালে ২২ নভেম্বর এলআইসির শিলচর বিভাগের অধীনে শাখা-২এর ডেভলপমেন্ট অফিসার হিসেবে যোগ দেন। এর আগে ১৯৮৭-১৯৯২ সাল পর্যন্ত দক্ষিণ ভারত ভিত্তিক কোম্পানি সিরিস কো-লিমিটেডের একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০-১১ ও ২০১৯-২০ দুই বছর ফ্যাকাল্টি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এলআইসির বিভিন্ন ডিভিশনে অনারারি ট্রেইনার হিসাবে আমন্ত্রিত হন। তিনি ন্যাশনাল ফেডারেশন অব ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার্স অব ইন্ডিয়ার শিলচর ডিভিশনে (বরাক ভ্যালি, ত্রিপুরা মণিপুর, মিজোরাম এবং ডিমা হাসাও) ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। সেসময় ১০৭টি ডিভিশনের মধ্যে সারা দেশে সর্বকনিষ্ঠ জিএস ছিলেন। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত শিলচর ডিভিশনের ফেডারেশনের আবাসিক সচিব দায়িত্বে ছিলেন। এরপর ২০০৭ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৯ এর আগে লাইফ ইন্স্যুরেন্স স্টাডি সার্কলের সিইও ছিলেন। (উত্তর পূর্ব রয়্যালস) ফের ২০১৫-২০১৭ তে ফেডারেশনের আবাসিক সচিব। এরপর টানা আট বছর ফেডারেশন শিলচর ডিভিশনের সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি ২০১৯ সালে লোকসভা ও পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচন প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে পুরস্কৃত করেন তৎকালীন জেলাশাসক কীর্তি জালি। ২০২২ এ সোনাবাড়িঘাট পঞ্চায়েত নির্বাচনের মাস্টার প্রশিক্ষক সহ-সহকারী প্রশিক্ষক, ২০২৪ সালে প্রশিক্ষণ সমন্বয়কারী লোকসভা নির্বাচন এবং ধলাই উপনির্বাচনে ছিলেন। এখানে উল্লেখ্য যে সুদীপ্ত বিজয় দত্ত চৌধুরী শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের বাসিন্দা প্রয়াত ডাঃ এসবি দত্ত চৌধুরী, এফআরসিএস ও গৌরী দত্ত চৌধুরীর কনিষ্ঠ সন্তান এবং শিলচর রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর স্বামী।

Author

Spread the News