বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : আসাম রাইফেলসের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় জাতীয় সংহতি সফর (ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর) উপলক্ষে মণিপুরের জিরিবাম থেকে আগত জিরি ইমা মেইরা পাইবেই আপুনবা লুপ-এর ১৭ জন সদস্যের একটি দলকে অসমের শ্রীকোণা থেকে পতাকা উড়িয়ে যাত্রার সূচনা করান মেজর জেনারেল ইন্দরজিত সিং ভিন্দর, ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস (ইস্ট)। ১১ দিনব্যাপী এই সফরে দলটি গুয়াহাটি, কলকাতা, ভুবনেশ্বর, পুরী ও শিলং পরিদর্শন করে এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হয়।
সফরকালে তারা গুয়াহাটিতে শ্রদ্ধেয় কামাখ্যা দেবী মন্দির ও উমানন্দা মন্দির দর্শন করেন। পরবর্তীতে কলকাতায় ভিক্টোরিয়া প্যালেস ও ইকো পার্ক পরিদর্শন করেন। ওড়িশায় অংশগ্রহণকারীরা ভুবনেশ্বরের রাজভবনে ওড়িশার রাজ্যপালের সঙ্গে মতবিনিময় করেন এবং পুরীতে পবিত্র জগন্নাথ মন্দিরে পূজা অর্পণ করেন। শিলংয়ে দলটি আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা, AVSM, SM-এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের গৌরব অর্জন করে।

শ্রীকোণায় অনুষ্ঠিত এক আলোচনায় ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস (ইস্ট) অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের ইতিবাচক অভিজ্ঞতা নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আরও মানুষ এ ধরনের উদ্যোগে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই ধরনের উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে আসাম রাইফেলস জাতি গঠন, সম্প্রদায় উন্নয়ন ও জাতীয় সংহতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



