সড়কের কাজ নির্মাণকাজ প্রত্যাশামতো অগ্রসর না হওয়ায় বন্ধের সিদ্ধান্ত YMA-র বৈঠকে

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : মিজোরামের হ্লিমেন ও লুংলের মধ্যবর্তী সড়ক নির্মাণকাজ প্রত্যাশামতো অগ্রসর না হওয়ায় বর্তমানে নিযুক্ত ঠিকাদারকে আর কাজ চালিয়ে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লুংলে-I, নর্থ লুংলেন ও সামতলাং যৌথ YMA।

বৃহস্পতিবার সামতলাং YMA কমিটি রুমে লুংলে-I, নর্থ লুংলে ও সামতলাং যৌথ YMA-র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, PMGSY প্রকল্পের আওতায় ৮৪৬.৩৮ লক্ষ টাকা ব্যয়ে হ্লিমেন ও লুংলেনের মধ্যবর্তী ১৫.১১৪ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণকাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ১৪ মাস অতিক্রান্ত হওয়ার পরও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

যৌথ YMA একাধিকবার দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে অনুরোধ জানালেও ফল পাওয়া যায়নি। এ ছাড়াও চলতি বছরের ১৭ নভেম্বর তারা PWD-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফের কাছে বিষয়টি জানায়। পাশাপাশি PWD মন্ত্রী, মুখ্যমন্ত্রীর সচিব এবং সংশ্লিষ্ট বিধায়কের কাছেও সমস্যা তুলে ধরা হয়। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায়, বর্তমান ঠিকাদাররা কাজ ছেড়ে দিলে সক্ষম ঠিকাদারের হাতে প্রকল্পটি তুলে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়।

যৌথ YMA-র বক্তব্য অনুযায়ী, প্রকল্পটি মূলত পু. সিটি মাওইয়া (কলাসিব)-এর নামে বরাদ্দ ছিল। পরে তিনি বুয়ালপুই এলাকার পু. ছিনছিয়াহাকে কাজ দেন এবং পু. ছিনছিয়াহা আবার আইজল চাল্টলাং এলাকার পু. জেরি পিসি লালরাওংবাওলাকে কাজের দায়িত্ব দেন।

এখনও পর্যন্ত কাজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় যৌথ YMA সরকারকে দাবি জানিয়েছে—যদি নির্বাচিত ঠিকাদার পু. সিটি মাওইয়া প্রকল্পটি সম্পন্ন করতে অক্ষম হন, তবে সক্ষম ঠিকাদার নিয়োগের বিষয়ে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নেয়।

এদিকে, বর্তমানে কাজ পরিচালনাকারী পু. ছিনছিয়াহা (বুয়ালপুই) ও পু. জেরি পি সি লালরাওংবাওলা (চাল্টলাং)-এর উপর আর আস্থা না থাকায় তাদেরকে কাজ চালিয়ে যেতে দেওয়া হবে না বলেও যৌথ YMA জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *