ঘুষ কাণ্ডে গ্রেফতার, সাধুবাদ কাটিগড়া নাগরিক অধিকার সুরক্ষার

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাটিগড়ার সহকারী ভু-বাসন আধিকারিক কার্যালয়ের ঘুষ কাণ্ডের সঙ্গে জড়িত দুই কর্মচারীদের গ্রেফতার করে আদালতে পাঠানোয় কাছাড় জেলা প্রশাসন, কাটিগড়া সার্কল অফিসার ও কাটিগড়ার কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেছে কাটিগড়া নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। কমিটির সভাপতি হুসেন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, সহ অন্যান্য কর্মকর্তা শিক্ষাবিদ আব্দুল বাসিত, সোনাহর আলি লস্কর, নিখিলেশ দেব, হুসেন আহমদ লস্কর, আনোয়ার উদ্দিন বড়ভূইয়া প্রমুখরা কাটিগড়া চেতনা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাটিগড়া এলাকার দুর্নীতি দমন করতে কাছাড় জেলা প্রশাসন, কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টৌলর ও কাটিগড়া এলাকার সাংবাদিকেরা যে ভাবে সংবাদ মাধ্যমে প্রচার করে সহায়তা করেছেন তা ধন্যবাদের যোগ্য।

ঘুষ কাণ্ডে গ্রেফতার, সাধুবাদ কাটিগড়া নাগরিক অধিকার সুরক্ষার
ধৃতরা।

তাছাড়াও ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতমালা প্রকল্পের ক্ষেত্রে অন্যান্য নথিপত্রের সংগে নেক্সট অফ কিন প্রয়োজন বলে যা ঘোষণা দেয়া হয়েছে তা প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন। কারন এই সার্টিফিকেট পাওয়া সাধারণ জনগনের ক্ষেত্রে অত্যন্ত ব্যয় বহুল ও দুঃসাধ্য ব্যাপার।

ঘুষ কাণ্ডে গ্রেফতার, সাধুবাদ কাটিগড়া নাগরিক অধিকার সুরক্ষার

Author

Spread the News