ধর্মনগরে দুই বাংলাদেশি তৃতীয় লিঙ্গের নাগরিক আটক
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বাংলাদেশে চলমান পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলা সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার ধর্মনগরে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানের হাতে ধরা পড়লো দুই সন্দেহভাজন বাংলাদেশি কিন্নর। আটকের পরে তাদের জিজ্ঞাসাবাদ চালালে তারা বাংলাদেশি বলে নিশ্চিত হয়
বিএসএফ।
জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পানিসাগরের বিএসএফ-এর সেক্টর অফিসের জওয়ানরা সাদা পোশাকে ধর্মনগর আইএসবিটি এলাকার অভিযান চালিয়ে একটি ই-রিকশা থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে।বিএসএফ-এর জওয়ানরা তাদের নিয়ে যান সেক্টর অফিসে।
বিএসএফ-এর সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরের মধ্যে একজনের নামে ভারতীয় প্যানকার্ড পাওয়া গেছে। প্যানকার্ডে তার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত প্যানকার্ডটি ভুয়ো হবে। জিজ্ঞাসাবাদ করে দুজনকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ-এর সেক্টর আধিকারিক।
এদিকে, ই-রিকশা চালক জানিয়েছেন, এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়িতে করে ওই দুই কিন্নর ধর্মনগর কোপারেটিভ ব্যাঙ্কের সামনে নেমেছিল। তারপর তার ই-রিকশায় ওঠে আইএসবিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে। তাদের গন্তব্যস্থল ছিল অসমের করিমগঞ্জ বলে জানা যায়। এদিকে, বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।