APSC কেলেঙ্কারী : নন্দবাবু সিংহের জামিন মঞ্জুর
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : নিযুক্তি কেলেঙ্কারীতে যুক্ত থাকার অভিযোগে ধৃত আসাম পাব্লিক সার্ভিস কমিশনের প্রাক্তন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংহের জামিন মঞ্জুর হল। প্রাপ্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিশেষ আদালত নন্দবাবুর জামানত মঞ্জুর করেছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিশেষ তদন্তকারী দল নন্দবাবু সিংকে গ্রেফতার করে। রাকেশ পালের আমলে এই নন্দবাবু সিং মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। তিনি রাকেশ পালের অন্যতম সহযোগী ছিলেন। তিনি তাঁর ক্ষমতা ও অর্থ দিয়ে তার মেয়ে মিনার্ভা দেবীকে চাকরিও দিয়েছিলেন।
প্রসঙ্গত, নন্দবাবু সিং, ২০১৩ সালের মার্চ থেকে ২০১৫ এর জুলাই পর্যন্ত অসম পাবলিক সার্ভিস কমিশনের মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। ২০২২ সালে আগস্টে নন্দবাবু সিংকে জেরা করেছিল বিপ্লব শর্মা কমিশন।
নন্দবাবু সিংয়ের বিরুদ্ধে ৪৯ হাজার APSC পরীক্ষার প্রশ্নপত্র পোড়ানোরও অভিযোগ রয়েছে। তিনি ২০১৪ সালের প্রাথমিক পরীক্ষার ওএমআর শিট পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। রাকেশ পালের ডানহাত নন্দবাবু সিং অবশ্য রহস্যজনক কারণে গ্রেফতার হয়নি।