এ বছর ধামাইল উৎসব বরাক ভিত্তিক, জানালেন অনুপ কুমার

বরাক তরঙ্গ, ১২ জুলাই : শুক্রবার শিলচর শহরের প্রাণকেন্দ্র প্রেমতলাস্থিত জননী এপার্টমেন্টে সম্মিলিত লোকমঞ্চের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড. অনুপ কুমার রায়। এদিনের সভায় বিগত ২৬ শে মে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা সহ ধামাইল দিবস উদযাপন অনুষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের অনুমোদন প্রদান করা হয়। তাছাড়া আগামী মাসিক লোককন্ঠ অনুষ্ঠান ও ধামাইল উৎসব আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। 

সম্মিলিত লোকমঞ্চের সভা শিলচরে

এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি অনুপ কুমার রায় জানান, সম্মিলিত লোকমঞ্চ পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানটি আগামী ২৮ জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ধামাইল উৎসব আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

অনুপবাবু জানান এবছর ধামাইল উৎসব বরাক উপত্যকা ভিত্তিক হবে এবং আমরা এব্যাপারে সিদ্ধান্ত গ্ৰহণ করেছি। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে ধামাইল শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেও আমাদের সংস্থার তরফে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এদিকে সংস্থার কোষাধ্যক্ষ শ্যামলকান্তি নাথ চাকরি সূত্রে ওড়িষা ট্রান্সফার হওয়ায় উনার অবর্তমানে সংস্থার কাজ সুচারুরূপে পরিচালনার জন্য শ্রীমতি ঝিমলি নাথকে সহ কোষাধক্ষ্য হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়। 

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহ-সভাপতি সুপ্রতীম দত্ত রায় ও মঙ্গলা নাথ,  প্রচার সম্পাদক কমলেশ দাশ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, কিশোর দত্ত চৌধুরী, অঙ্কিতা ভট্টাচাৰ্য, গৌতম সিংহ, স্মৃতি দাস , ঝিমলি নাথ, সুমনা দাস, সপ্তমিতা নাথ, কল্যাণী দাম, জলি শুক্লবৈদ্য, প্রমেশ দাস, মনিমিতা গোস্বামী, মৌলি চক্রবর্তী প্রমুখ। এক প্রেস বিবৃতিতে সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ এ খবর জানিয়েছেন। 

Author

Spread the News