হজে কাছাড়ের আরও এক হাজির মৃত্যু

বরাক তরঙ্গ, ১৬ জুন : হজে কাছাড়ের আরও এক হাজির মৃত্যু ঘটল। হিটস্টোকে মারা গেলেন কাছাড়ের বড়খলার ভাঙ্গারপার চতুর্থ খণ্ডের সইফ উদ্দিন বড়ভূইয়া। বয়স হয়েছিল ৭৩ বছর। সূত্রে জানা যায়, সৌদি আরবের সময় ১২ টা নাগাদ তিনি শোষনিঃশ্বাস ত্যাগ করেন। মিনায় কাঙ্কড় মারা শেষ করে হরম শরিফে ফেরার পথে তীব্র গরমে তিনি হিটস্টোকে আক্রান্ত হন। তিনি রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে কাছাড় জেলার শিলচর তোপখানার জসির উদ্দিন মজুমদার নামে এক হাজি মারা যান। এ নিয়ে জেলার দু’জন হাজি মক্কায় মারা গেলেন। এখন পর্যন্ত ২৮ জন ভারতীয় হাজির মৃত্যু হয়েছে।