লক্ষীপুরে আরও একটি শিশুর দেহ উদ্ধার
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : একজোড়া মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দুপুর বারোটা নাগাদ এক শিশুর মৃতদেহ উদ্ধার হয় লক্ষীপুর থানা এলাকার সিঙ্গেরবন্দ তৃতীয় খণ্ডের বরাক নদীতে। লক্ষীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে মহিলার মৃতদেহ।
এ দিকে, জিরিবামের জাতি দাঙ্গায় একেরপর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাতে জাতি দাঙ্গার বলি হয়ে মৃত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয় জিরিবামের আগলাপুর থেকে। জিরিবাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের মুখে বন্দুকের গুলির জখম রয়েছে।