বেলনা দিয়ে পিটিয়ে দু’জনকে হত্যা সহকর্মীর, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : বেলনা (বিলাইন) দিয়ে পিটিয়ে দু’জনকে হত্যা করল এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের একটি বেকারিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের গৌরী বেকারিতে। হতাহতরা হলেন শহরের মোল্লাপট্টিতে বেকারির তিন কর্মচারী উত্তম দাস, অভিজিৎ সাহা ও ইন্দ্রজিৎ পাল।

ইন্দ্রজিৎ পাল উত্তম ও অভিজিৎকে পিটিয়ে হত্যা করে। প্রথমে বেকারিতে ব্যবহৃত বেলনা দিয়ে উত্তম ও অভিজিৎকে মারধরের কথা স্বীকার করেন ইন্দ্রজিৎ। পুলিশ জানায়, খুনের অভিযুক্ত ইন্দ্রজিৎ সকাল পর্যন্ত লাশ দুটির পাশে বসেছিল। সকালে কক্ষের ভেতরে লাশের পাশে বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

বেলনা দিয়ে পিটিয়ে দু'জনকে হত্যা সহকর্মীর, গ্রেফতার

Author

Spread the News