ফের শিলচর শহরে দুঃসাহসিক চুরি

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : শিলচর শহরে অব্যাহত রয়েছে চুরিকাণ্ড।শহর ও শহরাঞ্চলে একের পর এক চুরির ঘটনায় যখন আমজনতা জেরবার, তখনই ফের বিবেকানন্দ রোড ২৭ নম্বর লেন পোস্ট অফিসের গলিতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। সম্পূর্ণ চুরির কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে।  বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে কেশব চক্রবর্তীর বাড়িতে। এনিয়ে কেশব চক্রবর্তীর স্ত্রী মিতালী চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান। তিনি আরো জানান তাদের নিজের বাড়িতে ফ্ল্যাটের কাজ চলায় বর্তমানে তারা পাশের বাড়িতেই রেণ্টে রয়েছেন। মিতালী বলেন, তাদের দুটি ই-রিকশা গাড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন রাতেও যথারীতি রিকশাগুলিকে চার্জে লাগানো হয়।

তিনি বলেন বৃহস্পতিবার রাতে তাদের গেটে কিছু একটা শব্দ শুনতে পেলেও গেট বন্ধ থাকায় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর রাতে তার স্বামী কেশব চক্রবর্তীর ভাঙ্গে চার্জারের বিরক্তিকর একটা শব্দে। হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এমনটা ভেবে কেশববাবু ফের ঘুমিয়ে পড়েন বলে জানান মিতালী।  এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পান একটি ই-রিকশার পেছনের দিক খোলা এবং দুটি ব্যাটারি উধাও। এরপর তারা বুঝতে পারেন যে রাতে নিশিকুটুম্বের দল হানা দিয়েছিলো। অন্যদিকে তাদের ঘরের বিপরীতে থাকা বাড়ির সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ চুরি কান্ডটি ধরা পড়েছে বলে জানান মিতালী। এ মর্মে মিতালী চক্রবর্তী তারাপুর আইট পোস্টে এক মামলা দায়ের করেন। এবং বিস্তারিত তথ্য পুলিশের হাতে তুলে দেন বলে জানান তিনি। উল্লেখ্য, শহরের বিভিন্ন এলাকায় একসঙ্গে একাধিক অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরও এধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে  ঠেলে দিচ্ছে বলে মনে করছে সচেতন মহল।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News