হাফিজ রশিদের বিরুদ্ধে ক্ষোভ লোয়ারপোয়া ব্লক মহিলা কংগ্রেসের

হাফিজ রশিদের বিরুদ্ধে ক্ষোভ লোয়ারপোয়া ব্লক মহিলা কংগ্রেসের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। বৃহস্পতিবার  মনোনয়ন জমা দেওয়ার দিনই দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন লোয়ারপোয়া ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী সাজিয়া বেগম। এ দিন তিনি লোয়ারপোয়া ব্লকের অধীন ১২টি জিপির দলীয় পদাধিকারীদের নিয়ে পাথারকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।

নাসির বহিষ্কারের তীব্র নিন্দা____

বলেন, নিজ দলের প্রার্থী চৌধুরী মহিলা সংগঠনকে কোন ধরনের পাত্তা দিচ্ছেন না। এমনকি আজ মনোনয়ন জমা করছেন অথচ আজ অবধি তাঁর চেহারাও দেখেননি মহিলা সংগঠনের কর্মকর্তারা। নিজ দলের প্রার্থীকে আজ অবদি চিনতে না পারায় মহিলা সংগঠন দলীয় প্রার্থীর প্রচার থেকে বিরত রয়েছেন। প্রথমে সংগঠন আর যে ব্যক্তি সংগঠনকেই পাত্তা দিচ্ছেন না সে ব্যক্তি নির্বাচন কীভাবে জয় হবেন বলে প্রশ্ন তুলেন সাজিয়া। 

এ ছাড়াও সম্প্রতি করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করায় নিন্দা জানিয়েছে। তিনি বলেন, নাসির উদ্দিন দলের একজন একনিষ্ঠ কর্মী। দলের দুর্দিনের সময় থেকে আজও তিনি নিজেকে সামনে রেখে দলের নেতৃত্ব দিচ্ছেন। জেলার আনাচে কানাচে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। অথচ বর্তমানে দলীয় প্রার্থীর ষড়যন্ত্রের বলি হয়ে আজ নাসির উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে অভিযোগ তুলেন এই মহিলা নেত্রী। তাছাড়া হাফিজ রশিদ আহমদ চৌধুরী মাইমাল সমাজকে নিয়ে কুটক্তি করার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটি দল যেখানে সব সম্প্রদায়ের আস্তানা। সেখানে দলীয় প্রার্থী হয়ে বৃহৎ একটি সমাজকে নিয়ে এমন কুটক্তি কখনও শোভা পায় না। এদিনের এই সাংবাদিক সম্মেলনে লোয়ারপোয়া ব্লক মহিলা কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন রেহানা বেগম, খালিদা বেগম, হাজিরা বেগম, রোশনা বেগম, ফখরুন নেসা, শাবানা বেগম, সফিয়া বেগম, জুলফিকা বেগম প্রমুখ।

Author

Spread the News