শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র : পরিমল

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ধলাই কেন্দ্রের বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৩ টি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ধোয়ারবন্দ ও আইরংমারা জিপির নবনির্মিত ৩ টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন করেন তিনি।

এদিন মন্ত্রী প্রথমে ধোয়ারবন্দ জিপির ১৮২ নং বন্ধন গোয়ালা মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবন ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, শিশুর বিকাশের এক মাত্র চাবিকাঠি হচ্ছে শিক্ষা। শিশুর শৈশবকালের শুরুতে চরিত্র গঠনের সঙ্গে সঙ্গে  শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে গ্রামের প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো।

শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র : পরিমল

চলতি বছরে ধলাইয়ে ১১ টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য অর্থ মঞ্জুর হয়েছে যার জন্য মোট ব্যায় হবে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।তারমধ্যে বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য অর্থ মঞ্জুর হয়েছে।আজ এর মধ্যে ৩ টি ভবনের উদ্বোধন হতে চলেছে যার জন্য মোট ব্যায় হয়েছে ৭৫ লক্ষ টাকা। তাছাড়াও এদিন মন্ত্রী আইরংমারা জিপির অন্তর্গত ১৭৩ নং হরিনগর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ১৫৮ নং নিম্ন বুনিয়াদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

Author

Spread the News