যাদব মহাসভার সর্বভারতীয় সম্মেলন নিয়ে শিলচরে সভা
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অখিল ভারতীয় যাদব মহাসভার সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে অসম যাদব মহাসভা ও অসম যুব যাদব মহাসভার গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। আতাল বস্তি দুর্গা বাড়িতে অসম প্রদেশ যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় যেসব তথ্য নিয়ে আলোচনা হয় সেগুলি হল, অসমের কোন কোন জেলায় যাদবরা কত সংখ্যায় আছেন সেটা নির্ধারণ করা। যাদব সমাজ থেকে কতজন আইপিএস আইএএস বা উচ্চ পর্যায়ের অফিসার হয়েছেন তার তালিকা প্রস্তুত করা। যাদব সমাজের দ্বারা পরিচালিত ব্যবসায়ী প্রতিষ্ঠান কতগুলি আছে তার পরিসংখ্যান। এছাড়া যাদব সমাজের শহীদ আছেন কিনা। অথবা যাদব সমাজের কোন ঐতিহাসিক সৌধ থাকলে সেটাও লিপিবদ্ধ করতে হবে। কেন্দ্রীয় কমিটির জানতে চাওয়া এসব তথ্য সংগ্রহ করার একটা উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে আজকে সভায়। এসব পরিসংখ্যানের মাধ্যমে যাদব সমাজের আর্থসামাজিক অবস্থানের একটা চিত্র পাওয়া যাবে। তাই এই সমাজের যারা যারা আছেন তাদের সবাইকে তথ্য সংগ্রহ করতে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
এছাড়া ভোপাল অধিবেশনে যাওয়ার জন্য বরাক থেকে প্রায় ৫০ জন প্রতিনিধি যাবেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায়। সভার শেষে ভোলানাথ যাদব সাংবাদিকদের জানান, যাদব মহাসভা কেন্দ্রীয় অধিবেশন সফল করতে অসম প্রদেশ কমিটি নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এছাড়া এই অধিবেশনে বরাক উপত্যকার যাদবদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে। যাদব সমাজ সারাদেশে বিভিন্ন পদবীতে এবং বিভিন্ন জাতির মধ্যে রয়েছেন। গোটা যাদব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে মহাসভা। তাই আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সর্ব ভারতীয় মঞ্চে এই এলাকার যাদবদের সমস্যা তুলে ধরা হয়। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করছে যাদব মহাসভা। তাই এই যাদব মহাসভার এই উদ্যোগকে সফল করতে সর্বস্তরের জনগণের সাহায্যে প্রার্থনা করেছেন ভোলানাথ যাদব।
সভায় উপস্থিত ছিলেন যাদব মহাসভার আজীবন সদস্য কাছার জেলা ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতি সুবচন গোয়ালা, মহাসভার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি কিশোর যাদব, কাছার জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদব, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ যাদব, আইনজীবী সুরত যাদব মন্টু গোয়ালা লক্ষণ গোয়ালা, জয়প্রকাশ গোয়ালা প্রমুখ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।