লাচিত সেনা সহ আসুকে নিষিদ্ধ ঘোষণার দাবি সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদের

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : লাচিত সেনা সহ আসু ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাল সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদ কাছাড় জেলা কমিটি। সম্প্রতি দুর্গাপূজায় প্রায় ২৬টি মণ্ডপে বাংলা ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে লাচিত সেনা ও বাঙালিকে নির্যাতন করেছে আসু ছাত্র সংগঠন। দু’টি সংগঠনকে নিষিদ্ধ করে কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিষদ কাছাড় জেলা কর্মকর্তারা।

শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে লাচিত সেনাকে কড়া হুশিয়ারি দিয়ে বলেন রাজ?যে শান্তি সম্প্রীতি যেন বিনষ্ট না করে। পরিষদের কেন্দ্রীয় কমিটির  কার্যকরী সভাপতি হেমাঙ্গ দাস বলেন, তাদের প্রশ্রয় দিলে আগামীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই সরকার অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এও বলেন, এই জঘন্য ঘটনার পর প্রাক্তন বিধায়ক তথা মুখ্য উপদেষ্টা শিলাদিত্য দেব গুয়াহাটি সাংবাদিক বৈঠক করে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এরপর জনগণের চাপে কাছাড় জেলা কমিটি আজ সাংবাদিক সম্মেলন করে এ কাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দু’টি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানায়। এ ছাড়াও তিনি দুই সংগঠনের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রত্নাঙ্কর ভট্টাচার্য, সুস্মিতা পুরকায়স্থ, টিঙ্কু বৈদ্য, গৌতম রায়, অমিওভূষণ চৌধুরী, বাপ্পা দাস, বাবুল রায়, সুনির্মল রায়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News