ইছাবিলে শান্তিপূর্ণ ভাবে পালিত মহরম
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : পাথারকান্দির ইছাবিল চা-বাগানে প্রতিবারের ন্যায় এবারও পালিত হল মহরম। বুধবার ইছাবিল চা-বাগানের পুটিয়াখাল, গোয়াবাড়ি সহ বিভিন্ন লাইন থেকে বের হয় সুসজ্জিত মোট ছয়টি তাজিয়া। অসংখ্য লোকের উপস্থিতিতে এক এক করে ছয়টি তাজিয়ার মিছিল এসে উপস্থিত হয় ইছাবিল চা-বাগানের নাচ ঘরের সামনে। এরপর শুরু হয় ঢাক ঢোল বাজিয়ে লাঠি, দা, তরোয়াল নিয়ে খেলা। এতে উঠতি প্রজন্মের যুবক সহ বয়স্ক পুরুষদের মধ্যে অনেকেই লাঠি ও তরোয়াল খেলা প্রদর্শন করে। বিভিন্ন এলাকা থেকে শতশত বিভিন্ন বয়সী লোক খেলা উপভোগ করেন।

এ দিন সন্ধ্যার সয়ম একের পর এক সুসজ্জিত তাজিয়া কাধে বহন করে লঙ্গাই নদীর তীরবর্তী স্থানে নিয়ে দাফন করা হয়। মহরম উপলক্ষে ইছাবিলে মেলাও বসে এতে প্রচুর লোকের সমাগম ঘটে।
এদিকে, মহরম উৎসব পালন যাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বাজারিছড়া থানার পুলিশের টহল ছিল জোরদার।