বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : বেকার যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করা এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান ও কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূণ্য পদে নিয়োগ করস সহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন করল যুব সংগঠন এআইডিওয়াইও’র। বুধবার সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে ‘দাবি দিবস’ পালন করল কাছাড় জেলা কমিটিও। কাছাড়ের ধোয়ারবন্দে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি দিলীপকুমার দীপ এবং সম্পাদক পরিতোষ ভট্টাচার্য।
বক্তারা বলেন, সংগঠন দেশব্যাপী যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগঠিত করে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কর্ণাটকের ধারবাদে আন্দোলনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। আজকেও সেখানে সংগঠনের কর্ণাটক রাজ্য কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতাদের গ্রেফতার করে এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রামানজান্পা আলডালীকে গৃহবন্দী করে। কেন্দ্র ও রাজ্য সরকার যুবকদের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে গদি দখল করে জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে উল্লেখিত দাবিগুলোর ভিত্তিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে যুবকদের যুব জীবনের জলন্ত সমস্যা সমাধানের দাবিতে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এ দিন অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল চাকরি পরীক্ষার্থীদের বিনামুল্যে যাতায়াতের ব্যবস্থা করা, সবধরনের চাকরি পরীক্ষার জন্য নিঃশুল্কের ব্যবস্থা করা, পরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা, চাকরি পরীক্ষার বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ করা ইত্যাদি।


