বড়খলায় অগপর কমিটি গঠন, সভাপতি গৌরীদাস ও সম্পাদক মনসুর আহমেদ
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল গুলোর সঙ্গে অসম গণ পরিষদ দোঁড়ঝাপ শুরু করে দিয়েছে। রবিবার অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমল সিংহের উপস্থিতিতে বড়খলা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়। এ দিন প্রথমে অসম গণ পরিষদ দলের উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলার কমিটির সহসভাপতি বকুল উদ্দিন মজুমদার, কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল মজুমদার, সম্পাদক বিকাশ বরুয়া, কাছাড় জেলা সভাপতি মওলানা এনামুল্লাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
সভায় বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ বলেন, ডিলিমিটেশনের কারনে বড়খলার আগের বিভিন্ন জিপি বাদ পড়ে নতুন জিপির সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়, তাই দলীয় কমিটি গঠন করাটা একান্ত প্রয়োজন রয়েছে বলে আজ বড়খলা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, দলকে মজবুত করতে হলে, বিধানসভা ভিত্তিক কমিটি গুলোকে মজবুত করতে হবে। নেতা ও কর্মীরা দলীয় আদর্শ ও নীতি-নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব বলেন, এজিপি দলের ভাবমূর্তি আজও জনগণের কাছে ভালো বলেই আজ বড়খলা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ ও মহিলারা এখানে জমায়েত সাধারণ সভার মাধ্যমে ৪২ জনের কমিটি গঠন করা হয় ও আগামী নির্বাচনগুলিতে বড়খলা বিধানসভা কেন্দ্র থেকে এজিপি দল বিপুল পরিমাণে ভোট পাবেন বলে আশাবাদী তিনি। কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিকাশ বরুয়া বলেন, কৃষক ও শ্রমিকদের সার্বিকভাবে উন্নতির জন্য ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকায় সরকারীভাবে এজিপি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা সমানভাবেই সাহায্য প্রদান করে যাচ্ছেন। কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি তথা এ দিনের সভার সভাপতি বকুল উদ্দিন মজুমদার, দলীয় কমিটির গঠন করার থেকেও গুরুত্বপূর্ণ হলো দলের উন্নতির স্বার্থে নিরলসভাবে কাজ করা।
এদিন সর্বসম্মতি ক্রমে এজিপি দলের বড়খলা বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি গৌরীদাস সিংহ, সহ-সভাপতি শ্যাম কুমার নুনিয়া, সম্পাদক মনসুর আহমেদ মজুমদার সহ ৪২ জনের কমিটি গঠন করা হয়। এ দিন সভাটি সম্পূর্ণ পরিচালনায় ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণিতন সিংহ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।