অগপ নেতা জিতেন্দ্র সিংহ প্রয়াত, শোক

বরাক তরঙ্গ, ৬ মার্চ : শিলচর চেংকুড়ি রোডের বোয়ালজুর গ্ৰামের বাসিন্দা তথা অগপ দলের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাছাড় জেলা কমিটির সম্পাদক জিতেন্দ্র সিংহ আর নেই। বৃহস্পতিবার ভোর ৪-৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।রেখে গিয়েছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয়স্বজন। 

অগপ নেতা জিতেন্দ্র সিংহ প্রয়াত, শোক

মরদেহ শেষকৃত্য চলাকালীন শিলচর শশ্মানে উপস্থিত অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক কেএইচ বিমলেন্দু সিংহ বলেন, প্রয়াত জিতেন্দ্র সিংহ ছিলেন অগপ দলের একজন সক্রিয় সৈনিক, দলের কাজে তাঁর অবদান অপরিসীম রয়েছে। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি ঘটছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ, মনোজ সিংহ, ঋজু সিংহ, প্রিয় সিংহ, দীপন ভট্টাচার্য, শিলচর বিধান পরিষদের উপ-সভাপতি দীপ ভট্টাচার্য, আলতাব বড়ভূইয়া সহ দলীয় কর্মকর্তারা।

অগপ নেতা জিতেন্দ্র সিংহ প্রয়াত, শোক

Author

Spread the News