সোনাই শহরের বিশিষ্ট ব্যবসায়ী অলক রায় প্রয়াত
বরাক তরঙ্গ, ১৬ মে : সোনাই শহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমেষ রায় ওরফে অলক আর নেই। বৃহস্পতিবার বিকেলে আচমকা হৃদ রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে পরিজনরা শিলচরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালেই এদিন রাত ৮ টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। স্ত্রী, একমাত্র কন্যা, এক ভাই ও তিন বোন সহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার প্রয়াত অলক রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি সোনাই বাজারের মতিনগর রোডের স্টিল কর্ণারের স্বত্বাধিকারী ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। অলক রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, কংগ্রেস নেতা খসরু আলম চৌধুরী, স্থানীয় ওয়ার্ড কমিশনার বিভাসিস রায় সহ অন্যান্যরা।
