লন্ডনে বিদেশমন্ত্রী জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের

৬ মার্চ : লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের! অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। কানাডার পাশাপাশি ব্রিটেনেও যে খলিস্তানি চরমপন্থীদের দাপাদাপি ব্যাপক হারে বেড়েছে তা ফের একবার প্রমাণিত হল। এছাড়া বিদেশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠল।

তবে এই ঘটনায় কুখ্যাত খলিস্তানি জঙ্গি পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ব্রিটেনে পা রাখেন জয়শংকর। সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বুধবার একটি আলোচনায় যোগ দিয়ে চ্যাথাম হাউস থেকে বেরচ্ছিলেন জয়শংকর। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এক দল হলুদ পতাকাধারী। খলিস্তানিদের হয় স্লোগান দিতে থাকে তারা। অভিযোগ, সে সময় এক ‘হামলাকারী’ ছুটে গিয়ে একেবারে জয়শংকরের কনভয়ের সামনে চলে যায়। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। তখন অন্য বিক্ষোভকারীরাও তেরঙ্গাও ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশও গোটা বিষয় দেখে হকচকিয়ে যায়। তারপর নিরাপত্তা আধিকারিকরা ওই ‘হামলাকারী’কে ধরে ফেলে। বিক্ষোভকারীদেরও সেখান থেকে সরিয়ে দেয়।

লন্ডনে বিদেশমন্ত্রী জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের

Author

Spread the News