পুজো দেখতে এসে নদীতে তলিয়ে কিশোরী ধলাইয়ে
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : পিসির বাড়িতে পুজো দেখতে এসে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। পিসতুতো বোনের সঙ্গে রুকনি নদীতে স্থান করতে যায়। সেসময় নদীতে তলিয়ে যায় কিশোরী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে।
জানা যায়, ধলাই থানা এলাকার ১৬ নম্বর বস্তির বাসিন্দা ১৩ বছর বয়সী সপ্তমী দাস পুজো দেখতে ধলাই সদাগ্রামে পিসির বাড়িতে আসে। সোমবার বিকেল তিনটা নাগাদ পিসতুতো বোন ও সপ্তমী রুকনী নদীতে স্নান করতে যায়। দুই বোন যখন স্নান করছিল তখন হঠাৎ তলিয়ে যায় সপ্তমী। সপ্তমী তলিয়ে গেছে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে মামাতো বোন। জড়ো হন মানুষ। তাৎক্ষণিক নদীতে নেমে সপ্তমীকে খুঁজতে শুরু করেন সপ্তমীর পিসি সহ স্থানীয় মানুষ। অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ মিলেনি তলিয়ে যাওয়া সপ্তমীর।
ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনুজ বরুয়া।খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ছয়টায় ঘটনাস্থলে পৌঁছায় এফবিআরএফ। অন্ধকার হয়ে যাওয়ায় নিখোঁজ সপ্তমীকে খুঁজতে নদীতে নামেনি তারা। আগামীকাল সকালে তলিয়ে যাওয়ার সপ্তমীর খোঁজে অভিযান চালাবে এসডিআরএফ, জানিয়েছেন ধলাই থানার অফিসার ইনচার্জ মনুজ বরুয়া।