শিলচরে স্বাধীনতা সংগ্ৰামী সন্মিলনের সদ্ভাবনা সভা
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড় জেলা স্বাধীনতা সংগ্ৰামী সন্মিলনের এক গুরুত্বপূৰ্ণ সদ্ভাবনা সভা অনুষ্ঠিত হয় ৷ শনিবার বরাক হিন্দিভবনে সম্মিলনে রাজ্য কমিটির সাত জনের এক প্রতিনিদি দল হাজির হয়। ব্ৰহ্মপুত্ৰ এবং বরাক উপত্যকার সব স্বাধীনতা সংগ্ৰামী পরিবারের মধ্যে সম্প্ৰীতির এক মধুর সম্পৰ্ক স্থাপন করার উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অসম রাজ্য স্বাধীনতা সংগ্ৰামী সম্মিলনের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্ৰ মোহন শৰ্মার নেতৃত্বে একটি সাতজনের প্রতিনিধি দল ছিলেন রাজ্য সভাপতি পুণেশ্বর দুয়রা, কাৰ্যকরী সভাপতি ভোলানাথ নগরীয়া, সহকারী সম্পাদক ধীরেন চেতিয়া, কোষাধ্যক্ষ কমলচন্দ্ৰ লহকর, কাৰ্যনিৰ্বাহক সদস্য নীলরঞ্জন শৰ্মা এবং হেমকান্ত দুয়ারা।
কাছাড় জেলা স্বাধীনতা সংগ্ৰামী সম্মিলনের সভাপতি সন্দীপ ভট্টাচাৰ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য বাখ্যা করেন স্নেহা ভট্টাচার্য ৷ এর আগে পতাকা উত্তোলন করেন সভাপতি পুণেশ্বর দুয়রাই ৷ কাছাড় জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস।