তিন দিনের মধ্যে বড়খলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মনোরঞ্জনকে সহায়তা প্রশাসনের

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : মাত্র তিন দিনের মধ্যে বড়খলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়া পরিবারের হাতে এসে পৌছল জেলা প্রশাসনের তরফে সরকারি সহায়তা। শনিবার সরকারি সাহায়্যের অনুমোদনপত্রটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কানাইকুড়ি বাগানের মনোরঞ্জন কর্মকারের হাতে তুলে দেন শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বড়খলার প্রতিনিধি বিশ্বজিৎ দাস। তড়িঘড়ি এমন সরকারি সহায়তা পেয়ে সরকার তথা কাছাড় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোরঞ্জন পরিবার।

উল্লেখ্য, মনোরঞ্জন কর্মকারের মেয়ের বিয়ের পক্ষকাল আগেই পরিবারে নেমে এসেছিল এমন এক বিষাদের ঘটনা। আগুনের লেলিহান সবকিছু ছারখার করে দেয় হত দরিদ্র মনোরঞ্জনের বসতঘর। মেয়ের বিয়ের খরচ বাবদ ঘরে রাখা ছিল তিন লক্ষ টাকা সহ আসবাবপত্র আগুনে সব ছারখার হয়ে যায়। এই মর্মান্তিক ও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি ঘটেছিল গত মঙ্গলবার। এরপর ঘটনার খোঁজ নিয়েছিলেন সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস। আর এরপর এনিয়ে তিনি যোগাযোগ করেন সাংসদ রাজদীপ রায়ের সঙ্গে। এতে অনেকটা হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা অবগত হন কাছাড়ের জেলা আয়ুক্ত। এতেই তড়িঘড়ি এমন ব্যবস্থা বলে জানান সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎবাবু।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News