মোবাইল গেমে আসক্ত, শেষমেশ চরমপন্থা কাটিগড়া যুবকের
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুইয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাটিগড়ার এক যুবক। সিদ্বেশ্বর দ্বিতীয় খণ্ডের ২৭ বছরের বিশ্বজিৎ মালাকারের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। রবিবার সন্ধ্যায় নিজের ঘরেই তার নিথর দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, বিশ্বজিৎ গত কয়েক দিনের মধ্যে একাধিকবার আত্মহত্যার পথ বেঁচে নিয়েছিলো। অন্যান্য সময় কোনও না কোনও ভাবে বেঁচে গেলেও শেষমেশ ঘরের ভেতরে আত্মহত্যা করেছে বিশ্বজিৎ।
সূত্রে আরও জানা যায়, মোবাইল গেমে এতই আসক্ত ছিলো বিশ্বজিৎ। সে নাকি প্রায় লক্ষাধিক টাকা খুইয়েছে অনলাইন গেমে।
ঘটনা পর খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। কাটিগড়া থানার এসআই স্মিতা গগৈ সরেজমিনে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্বার করে রাতেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছেন। প্রয়াত বিশ্বজিৎ বিশিষ্ট ব্যবসায়ী বাদলচন্দ্র মালাকারের ছেলে।