ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, আহত স্বামীও
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ঘুমন্ত অবস্থায় এক মহিলার জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটল। আহত হয়েছেন মহিলার স্বামীও। মর্মান্তিক ঘটনাটি রবিবার রাতে ডিব্রুগড়ের ডিকোমের পোমাতলি চা-বাগানে। এস্টেটের একটি বাড়ির ভেতরে আগুন লাগার পর ঘটনাটি ঘটে।
সুমতি ভূঁইয়া নামে গৃহবধূ ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। আগুনে তাঁর স্বামী সুরেশ ভূঁইয়া গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলের পুলিশ ডিকোম অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে, যদিও ঘটনার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি।