নেহরু কলেজে ১৫ টি পদে জয়ী এবিভিপি
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : পয়লাপুল নেহরু কলেজের ছাত্র সংসদের ১৭ পদের মধ্যে ১৫ টি পদে বিজয়ী হল এবিভিপি। মঙ্গলবার কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন সকাল থেকে বিকেল অবধি শান্তিপূর্ণ ভাবে নিজনিজ পছন্দের প্রার্থীদের ভোটদান করেন কলেজের ছাত্রছাত্রীরা। ভোটদান শেষ করেই গণনা শুরু হয়। ভোট গণনা চলে প্রায় রাত ন’টা অবধি। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কলেজ কতৃপক্ষ। মোট ১৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছেন এবিভিপি প্রার্থী। ১৭ পদের নির্বাচনে মোট ১৫ টি পদে বিজয়ী হয়েছেন এবিভিপি প্রার্থীরা। মাত্র দু’টি পদে বিজয়ী হয়েছেন এনএসইউআই প্রার্থী।
নেহরু কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন উপ সভাপতি পদে যুবরাজ কুর্মি, সাধারণ সম্পাদক পদে তরুণকুমার গুপ্তা, সহকারী সাধারণ সম্পাদক পদে দেবানন্দ দেব, গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক জসুয়ালাল মার, সহকারী গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক অজয় সিং, মিউজিক অ্যন্ড ড্রামা সম্পাদক কৃষ্ণকুমার সিং, সহকারী মিউজিক এন্ড ড্রামা সম্পাদক জিদান বর্মণ, ডিবেট অ্যান্ড লিটারারি ক্লাব সম্পাদক গিতিকা তিওয়ারি, সহকারী সম্পাদক ডিবেট এন্ড লিটারারি ক্লাব সনু রী, সোশ্যাল সার্ভিস সম্পাদক দীপ চন্দ, সোশ্যাল সার্ভিস সহকারী সম্পাদিকা সাহিদা বেগম, সম্পাদক বয়েজ কমনরুম নবজীত রাজবংশী, সম্পাদিকা গার্লস কমনরুম সুভদ্রা সিং, কলেজ ম্যাগাজিন সম্পাদক বিশাল কালিন্দি, সাব এডিটর ইংলিশ মনোজীত ঠাকুর, সাব এডিটর হিন্দি তম্বি সানা, সাব এডিটর মণিপুরি রোশনি সিংহ।