আধার কার্ড, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব সব সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান : হিমন্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : ছয় মাসের মধ্যে আধার কার্ড, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা নিরসন হবে। শনিবার ফের বরাকে নির্বাচনী প্রচারে  এসে শিলকুড়িতে এমনই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার। এ দিন শিলকুড়িতে শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন আধার কার্ডের সমস্যা ছয় মাসের মধ্যে ঠিক করা হবে। এও বলেন, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছুই সমস্যা থাকবে না। সবকিছুর সমাধান করা হবে।

‘বিজয় সংকল্প সমাবেশ’ এ মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিয়ো টেগ এসএইচজির মহিলাদের দিয়ে করানো হবে। পঞ্চায়েতের প্রতিনিধি নয়, জিয়ো ট্যাগ করবেন মহিলা সমিতির সদস্যরা। পাশাপাশি নির্বাচনের পর সবার ঘরে অরুণোদয় আসবে। তিনি বলেন, চা বাগানে পানীয়জল, রাস্তা, চাল, আয়ুষ্মান কার্ড, আবাস গৃহ সবকিছু দেওয়া হয়েছে। যারা বাকি রয়েছেন তাঁদের দেওয়া হবে। কিছু দিন আগে মমতা ব্যানাৰ্জি এসেছিলেন। তিনি অনেক কথা বলেছেন। কিন্তু আগামী ছয় মাসের মধ্যে ডি ভোটার,ডিটেনশন ক্যাম্প, আধার কার্ড, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা থাকবে না। মাধ্যমিকে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রীর ব্যাঙ্ক আ্যাকাউন্টে দশ হাজার টাকা, স্নাতক স্তরে ভর্তি হওয়ার ছাত্রীদের অ্যাকাউন্টে সাড়ে বারো হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে প্রতি বছর প্রদান করা হবে, হাইলাকান্দিতে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে এবং পাঁচগ্রামে একটি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিও স্থাপন করা হবে।

আধার কার্ড, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব সব সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান : হিমন্ত
বক্তব্য রাখছেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য।

এছাড়াও ২০২৬ সালের আগে শিলচরে মিনি সেক্রেটেরিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পন্ন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিশাল নির্বাচনী জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘এটা হচ্ছে মোদির গ্যারান্টি এবং মামার ওয়ারেন্টি’। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আধার কার্ড, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব সব সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান : হিমন্ত
সভায় এজিপির কর্মীরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়খলা বিধানসভা কেন্দ্রের ইনচার্জ অমিতাভ রায়, প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন দুই বিধায়ক দিলীপকুমার পাল ও কিশোর নাথ, অগপ নেতা সুজিত দেব, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, মানব সিং, ভজন সেন, প্রদীপ দাস, সুমনা দাস প্রমুখ।

Author

Spread the News