জমিতে গরু চরাতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট

বরাক তরঙ্গ, ১০ জুলাই : জমিতে গরু চরাতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট করল প্রতিবেশীরা। এতে গুরুতর জখম হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন যুবক ফখরুল ইসলাম বড়ভূইয়া। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধলাই থানা অধীন বিদ্যারতনপুরের রাজনগরে। ফখরুল ইসলামের ভাই ছবিল উদ্দিন বড়ভূইয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, দু’দিন আগে বর্ষার জন্য তাঁদের জমিতে গরু-ছাগল চরাতে না বলেছেন আরেক খুড়তুতো ভাই। এরপর রাজনগরের মুল রাস্তা যাতায়াতের বাধা দেন গরুর মালিক। এবং হুমকি দেন এই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য। আজ সকালের কাজের উদ্দেশে বের হন ফখরুল ইসলাম। রাস্তায় একা পেয়ে তাঁকে বেধড়ক মারধর করেন সাবু-সেলিমরা। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তিনি ছবিল উদ্দিন ও মিনাজ উদ্দিন  ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকেও মারধর করে।

সাবুরা সরে গেলে ফখরুল ইসলামকে উদ্ধার করে ধলাই হাসপাতাল ও থানায় নিয়ে যওয়া হয়। থানায় সাবু বড়ভূইয়া, সেলিম উদ্দিন বড়ভূইয়া সহ দশ জনকে অভিযুক্ত করে মারপিট ঘটনার বিষয় জানিয়ে লিখিত এক অভিযোগনামা দাখিল করেন ফখরুল ইসলাম বড়ভূইয়া। এরপর তাকে নিয়ে শিলচর মেডিক্যালে পৌঁছেন পরিবারের লোকরা। ছবিল জানান, গরু চরানোর কোন বিষয়ই জানেন না ফখরুল। নিরীহ যুবককে রাস্তায় একা পেয়ে মারধর করছে। তিনি ধলাই পুলিশের কাছে সুবিচারের দাবি জানান। তবে সেলিমদের কোন মন্তব্য জানা যায়নি।

Author

Spread the News