ধলাইর দার্বি চা-বাগানে বলেরো পিক-আপের ধাক্কায় প্রাণ হারালেন মহিলা শ্রমিক

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বলেরো পিক-আপের ধাক্কায় মৃত্যু ঘটল এক মহিলা চা শ্রমিকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার ধলাইর দার্বি চা-বাগানে। এদিন সকালে বাগানের স্থায়ী মহিলা চা শ্রমিক কোহিনুর বিবি (৫০) ছুটি নিতে হাসপাতালে যাওয়া পথে একটি বলেরো পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

জানা যায়, সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাগানের ভেতরের রাস্তায় কোহিনুর বিবিকে দ্রুতগতির পিক-আপ গাড়ি সামনে থেকে ধাক্কা দিয়ে উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতের ভাইপো জানান, আজস পাশি নামে চালক এ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এরপর তারা বাগান ম্যানেজার ও বাগান পঞ্চায়েতকে খবর দেন। তাঁরা এসে ধলাই থানায় খবর পাঠান। শীঘ্রই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন। 

এদিকে, স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা দুর্ঘটনাকারী গাড়ির চালকের তৎক্ষণাত গ্রেফতারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মৃত কোহিনুর বিবি এলাকার হতদরিদ্র বাসিন্দা আলিজান মিয়ার স্ত্রী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ গোটা দার্বি চা-বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *