গুয়াহাটিতে কংগ্রেসের বিক্ষোভে লাঠিচার্জ, মৃত্যু এক প্রতিবাদকারীর
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : গুয়াহাটিতে কংগ্রেসের বিক্ষোভে অংশগ্রহণকারীর মৃত্যু ঘটল। কংগ্রেসের ‘রাজভবন চলো’ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মৃদুল ইসলাম নামে এক আইনজীবী মারা যান। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে ও লাঠিচার্জ করে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। মৃদুলের গলায় কান্দুয়া গ্যাসের একটি কোষ ছিল। আহত অবস্থায় তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। নিহত ব্যক্তি দক্ষিণ কামরূপের সোনাতলির বাসিন্দা মৃদুল ইসলাম। কংগ্রেস লিগ্যাল সেলের আইনজীবী ছিলেন মৃদুল ইসলাম।
বুধবার কংগ্রেস “এক দেশ, এক নির্বাচন”, “স্মার্ট মিটার প্রত্যাহার, হিংসা বন্ধ এবং মণিপুরে শান্তি পুনরুদ্ধারের প্রতিবাদে” “রাজভবন চলো” বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।” এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে। এ ঘটনায় মৃদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।