শিলঘাটে বাঘের আক্রমণে আহত যুবক
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : নগাঁও জেলার শিলঘাট অঞ্চলে বাঘের উপদ্রব বেড়েই চলেছে। সোমবার বিকেলে শিলঘাটের কলিয়াবার চা -বাগানের ৫ নম্বর লাইনে এক ব্যক্তিকে আক্রমণ করে বাঘ।
এতে আহত হয়েছেন ওই ব্যক্তি। আহত ব্যক্তির নাম হল এস্টেটের লাইন ২-এর বিড়লা মুণ্ড (৩৫)। স্থানীয় সূত্র জানায়, বিড়লা মুণ্ডা তার ভাইয়ের সঙ্গে পোষা গরু আনতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
বাঘটি বিড়লা মুণ্ডাকে আক্রমণ করলে তার ভাই এবং কিছু লোক চিৎকার করলে বাঘটি পালিয়ে যায়। কামাখ্যা পাহাড়ের পাদদেশে কলিয়াবার চা-বাগানে বেশ কিছু বাঘ রয়েছে। দু’দিন আগে শিলঘাটের দেবসাত্র, ঢেকিয়াল, কাটিয়ারি ও মিরিভেট এলাকায় বাঘের দেখা মেলে। পরে বাঘটিকে শান্ত করে কাজিরাঙা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। পাথর ছুড়ে আহত হয় বাঘটি। বাঘটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বাঘটিকে কাজিরাঙা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।