মালেগড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের শহিদদের স্মরণ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদায় অন্যান্য বছরের মতো এবছর সিপাহী বিদ্রোহের পটভূমি লাতু মালেগড় টিলায় পালিত হল শহিদ শ্ৰদ্ধাঞ্জলি দিবস। শ্রীভূমি জেলা প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নম্বর ব্যাটালিয়ন এবং স্বেচ্ছাসেবী সংঘটন পাটকাই ট্রেকার্সের যৌথ আয়োজনে মালেগড় যুদ্ধের ১৬৬ তম বর্ষে  দিন ভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শহিদ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সকাল ১০টায় ২৬ বীর শহিদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান ১৬ নং বিএন বিএসএফ অধিনায়ক সঞ্জয় কুমার, সার্কল অফিসার জয় ক্রিস্টিনা এনগামলাই, পাটকাই ট্রেকার্স, মালেগড় সুরক্ষা সমিতি সহ বিভিন্ন দল সংগঠন। শহিদ স্মৃতি সৌধতে ১৬৬টি প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধার্গ অর্পণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

মালেগড় সুরক্ষা সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার। এতে যোগ দেন প্রায় দশটি স্কুলের ছাত্রছাত্রীরা। আয়োজন করা হয়েছিল সর্ব ধর্ম প্রার্থনা সভার। এতে বীর শহিদদের গার্ড অব অনার প্রদান করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা।

মালেগড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের শহিদদের স্মরণ

এদিন সার্কেল অফিসার জয় ক্রিস্টিনা, বিএসএফ অধিনায়ক সঞ্জয় কুমার সহ সমাজসেবী শহিদুল ইসলাম চৌধুরী মালেগড় টিলার সিপাহী বিদ্রোহের ইতিহাস নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা  দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন।

মালেগড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের শহিদদের স্মরণ

Author

Spread the News