সামাজিক ও ক্রীড়া সংস্থা খোঁজ-এর নয়া কমিটি গঠিত
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুন : গঠন করা হল শিলচরের সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ-এর নয়া কমিটি। বুধবার সাধারণ সভা নয়া কমিটি গঠিত হয়। সভার প্রথমে সাধারণ সম্পাদক সজল লস্কর সংস্থার বিগত দিনের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। কম্বল বিতরণ, ক্যান্সার রোগীদের সাহায্য, বিয়েতে জিনিসপত্র প্রদান, পড়ুয়াদের সামগ্রী, কনকপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার , ঈদ, দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জামা কাপড় প্রদান , ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, গুণীজন, সাংবাদিকদের সংবর্ধনা, ইত্যাদির কথা তুলে ধরেন। আগামীতে একটি ম্যাগাজিন প্রকাশের কথা তুলে ধরেন। সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে এসব কাজ চলছে বলে জানান তিনি।
এদিন সংস্থায় বেশ কয়েকজনকে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। এরমধ্যে রয়েছেন কল্যাণ চক্রবর্তী, তাহেরা লস্কর, দীপান্বিতা চক্রবর্তী ও রেজাউল খান। সংস্থায় ২৯০ জনের মতো সদস্য জমা দিয়েছিলেন।
পরে কোষাধ্যক্ষ কামাল লস্কর সংগঠনের আয় ব্যয় কথা তুলে ধরেন। সবশেষে সভাপতি ডাঃ এম মাসুম পুরানা কমিটি ভঙ্গ করে নতুন কমিটির গঠনের পরামর্শ দিলে পুনরায় ডাঃ এম মাসুমের নাম প্রস্তাব করেন কামাল লস্কর। সহ-সভাপতি পদে কল্যাণকুমার চক্রবর্তী ও আলেয়া ইসলাম। সাধারণ সম্পাদক সজল লস্কর, সহ সম্পাদক পদে নীলাঞ্জন ভৌমিক ও রেজাউল খান প্রস্তাব, কোষাধক্ষ্য কামাল লস্কর, ক্রীড়া সচিব তাহেরা লস্কর , সহকারী দীপান্বিতা চক্রবর্তীকে মনোনীত করা হয়। আগামী তিন বছরের জন্য এই কমিটি কাজ করবে। এছাড়া পরিচালনা কমিটির গঠন করা হয়। এছাড়া সদস্য পদে বাপ্পা দাস ,মুনমুন লস্কর, জেসমিন লস্কর, মুন্না লস্কর, বদর উদ্দিন মজুমদার, জয়া সিনহা, মনজুরা সিনহা, ধর্মরাজ গোয়ালা, অলক সিনহাকে মনোনীত করা হয়।উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, শিক্ষাবিদ মোকব্বির আলি বড়ভূইয়া, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন-উপাধক্ষ্য আমিনুল হক লস্কর, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, বিশ্ব সমাজসেবী তুষার কানুনগো ও আসমত সুলতানা। এছাড়াও সংস্থার কাজ সুস্থভাবে রূপায়ণে মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে মনোনীত করা হয়েছে পদ্মশ্রী ডাঃ রবি কান্নানকে।