অটোর ধাক্কায় প্রাণ হারালেন প্রাক্তন শিক্ষিকা বাদ্রিবস্তিতে
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের বাদ্রিবস্তিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন শিক্ষিকা লক্ষী কৈরী। বয়স ৬৫ বছর। বুধবার সন্ধ্যা অনুমান সাড়ে পাঁচটায় বাদ্রিবস্তিতে জাতীয় সড়ক অতিক্রম করার সময় শিলচর অভিমুখী একটি অটোর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আলিপুর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা পর ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর উত্তেজিত জনতা বাদ্রিবস্তিতে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় আধঘন্টা সড়ক অবরোধ ছিল। পরে উপস্থিত পুলিশের সহযোগিতায় জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।দুর্ঘটনায় হত লক্ষী কৈরি কাশিপুর সোনা সিং এলপি স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তার স্বামী শিবদুলাল কৈরী কাশিপুর বল্লভবাই হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তার বাড়ি বাদ্রিবস্তিতে। তাদের এক ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনি রয়েছেন।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।