পুতনি এলাকায় উদ্ধার হওয়া মাথার খুলি ও কঙ্কাল নিয়ে চাঞ্চল্য
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : অবশেষে পাথারকান্দি পুতনি থেকে নিখোঁজ হওয়া যুবকের সন্দেহজনক মাথার খুলি উদ্ধার হওয়া চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। জানা গেছে, নিখোঁজ হওয়ার ১৭ দিনের পর করিমগঞ্জ জেলার পাথারকান্দির পুতনি চা-বাগান থেকে মাথার খুলি সহ এক কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার পাথারকান্দি বিধানসভার পুতনি-কাঁঠালতলি সড়কের মধ্যবর্তী স্থানে একটি কালভার্টের পাশে মানুষের মাথার খুলি, বেশকিছু হাড়গোড় সহ কাপড়-চোপড় দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে।
এদিকে, ১৯ আগস্ট স্থানীয় এলাকার যুবক বিজয় চৌহান ভোলে বম পুজোতে বের হয়ে আর ফিরেনি। পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করলেও বিষয়টি নিয়ে নিটফল শূন্য। ফলে স্বাভাবিকভাবে বৃহস্পতিবার নিখোঁজ হওয়া যুবকের বাড়ি থেকে এক কিলোমিটার দূরবর্তী স্থানে মানুষের মাথার খুলি সহ বেশকিছু হাড়গোড় সহ কাপড়-চোপড় দেখতে পাওয়ায় সন্দেহ জাগে স্থানীয়দের। পরে নিখোঁজ হওয়া যুবকের পরিবারের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত কাপড়-চোপড় সহ মাথার খুলিটি বিজয়ের হতে পারে বলে ধারনা করেন। শেষে পুলিশ এসে মৃতদেহের অংশ সহ কাপড় চোপড় উদ্ধার করে ফরেনসিক টেস্টের জন্য গুয়াহাটিতে প্রেরণ করে।