চার্জে থাকা মোবাইল ফেটে মৃত্যু চার শিশুর, আহত দম্পতিও

চার্জে থাকা মোবাইল ফেটে মৃত্যু চার শিশুর, আহত দম্পতিও

২৫ মার্চ : উত্তরপ্রদেশে চার্জে বসানো মোবাইল ফেটে একই পরিবারের ৪ শিশুর মৃত্যুতে চাঞ্চল্য হয়েছে। আহত হয়েছেন দম্পতিও।

পুলিশ সূত্রে খবর, মেরঠের পল্লবপুরম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। কাজের সূত্রে ওই এলাকায় স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন দিনমজুর জনি। হোলি উপলক্ষে তিনি বাড়িতেই ছিলেন। ঘটনাটি যখন ঘটে সেই সময় জনির স্ত্রী খাবার বানাচ্ছিলেন। তাদের চার সন্তান নিহারিকা, গোলু, কালু এবং সারিকা ঘরের ভিতরে খেলছিল। জনির মোবাইলে চার্জ না থাকায় তিনি সেটি চার্জে বসিয়ে রেখে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তাঁরা খেয়ালই করেননি সুইচ বোর্ডে স্ফুলিঙ্গ হচ্ছে। আচমকাই মোবাইল ফেটে যায়। সেটি বিছানায় পড়তেই আগুন ধরে যায়।

চার্জে থাকা মোবাইল ফেটে মৃত্যু চার শিশুর, আহত দম্পতিও

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যে জনি এবং তাঁর স্ত্রী সন্তানদের উদ্ধার করার চেষ্টা করেও পারেননি। আগুনেই ঝলসে মৃত্যু হয় চার শিশুর। আহত হন জনি এবং তাঁর স্ত্রী। স্থানীয়রাই জনি এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিটের জেরে মোবাইলে বিস্ফোরণ হয়। ঘটনাটি শুক্রবার ঘটেছে।

Author

Spread the News