নবী নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল ধলাইয়ে, মামলা
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : বিশ্বনবী হজরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে ত্রিপুরা রাজ্যের জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে করুচিপূর্ণ মন্তব্য করা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী কার্যসূচি গ্ৰহণ করা হচ্ছে। রবিবার ভাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয়। ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক ধরে প্রায় তিন কিলোমিটার মিছিল করে সপ্তগ্ৰাম জামে মসজিদে এসে শেষ হয়। দক্ষিণ ধলাই এলাকার বিভিন্ন ইসলামি সংগঠনের কর্মকর্তা, মাদ্রাসা ছাত্র সহ কয়েকশো ধর্মপ্রাণ মানুষ মৌন মিছিলে সামিল হন। মিছিল শেষে সপ্তগ্ৰাম জামে মসজিদে নিন্দা ও ধিক্কার জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মওলানা ইকবাল হোসেন লস্কর, মওলানা সাহজাহান আহমেদ লস্কর, মওলানা ফখরুল ইসলাম বড়ভূইয়া, মওলানা ফখর উদ্দিন, মওলানা আবুল হোসেন প্রমুখ। সব বক্তাই তাদের বক্তব্যে বিশ্বনবী হযরত মোহাম্মদকে নিয়ে কু মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
মহানবীকে নিয়ে অশালীন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহণের জোরালো দাবি জানান তারা। মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দোয়া প্রার্থনা করেন ভাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার শিক্ষক হাফিজ আলি আসগর লস্কর। শেষে বিভিন্ন ইসলামিক সংগঠনের এক যৌথ প্রতিনিধিদল গিয়ে ধলাই থানায় ত্রিপুরার জনৈক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

