১ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে ন্যাপকিন লাফসাইলে বসালো মেশিন বিএসএফ

১ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে ন্যাপকিন লাফসাইলে বসালো মেশিন বিএসএফ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ১ টাকার একটি কয়েন ফেললেই বেরিয়ে আসবে স্যানিটারি ন্যাপকিন। শুধু তাই নয়, কয়েন মেশিনে ফেলে এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন কী ভাবে সংগ্রহ করতে হবে এবং মেশিনটি ব্যবহারই বা করা হবে কীভাবে, রবিবার গ্রামবাসীদের হাতেকলমে দেখানো পাশাপাশি মহিলাদের সহযোগিতা করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে মোতায়েন করা হয়েছে বিএসএফ-এর মহিলা সদস্য।

এ দিন বিএসএফ এবং শিলচর রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তের লাফসাইলে আয়োজিত স্বাস্থ্য শিবিরের মেশিন চালু হওয়ায় খুশি মহিলারা। ২৮ নম্বর গেটে আয়োজন করা স্বাস্থ্য শিবিরের ব্যাপক সাড়া মিলে। বিএসএফের ডাকে শিলচর থেকে সীমান্তে ছুটে যান রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের পদাধিকারী সহ সদস্যরা। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উত্তর লাফসাইল, দক্ষিণ লাফসাইল, সেরুলভাগ, লাফসাইল, নারীখলি সহ একাধিক গ্রামের ৫২০ জন রোগী পরিষেবা গ্রহণ করেন। বিনামূল্যে দেওয়া হয় ওষুধও। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ অমিত কুমার কালোয়ার, ডাঃ অলক নাথ, ডাঃ মঞ্জুরি ভার্মা, ডাঃ সায়ানিতা রায়, ডাঃ দেবস্মিতা রায়, ডাঃ বিকাশ সিনহা, ডাঃ নুমান আহমেদ চৌধুরী, ডাঃ জয়, ডাঃ রূপাঞ্জলি।

১ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে ন্যাপকিন লাফসাইলে বসালো মেশিন বিএসএফ

বিএসএফ কমাডেন্ট সঞ্জয় কুমার জানান, বিধি নিয়ে যতটা সচেতন থাকার দরকার, তার যে তুলনামুলকভাবে পিছিয়ে কাঁটা তারের ভিতরে থাকা গ্রামের মানুষ। বিশেষ করে মহিলারা। ফলে বছরের দুই থেকে তিন বার বিএসএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়ে থাকে। শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে মহিলাদের যে ধরনের সাবধানতায় থাকা দরকার, এখনও কিছু গ্রামীণ এলাকায় সেই সব সতর্কতা মানা হয় না। তাই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করে বাজার মূল্য থেকে তুলনামূলক কম দামে স্যানিটারি ন্যাপকিন দেওয়া গেলে স্বাস্থ্যবিধি মানা হবে।

১ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে ন্যাপকিন লাফসাইলে বসালো মেশিন বিএসএফ

রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড সভাপতি চিকিৎসক ডাঃ অমিত কুমার কালওয়ার বলেন, সীমান্ত এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে থাকা যে সকল দরিদ্র পরিবার রয়েছে যারা আর্থিক অনটনের জন্য চিকিৎসা থেকে বঞ্চিত হন সেই সমস্ত মানুষদের জন্য এদিন তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করেছেন। ভবিষ্যতে তাদের অনেক পরিকল্পনা রয়েছে।

Author

Spread the News