ক্লোজার–মার্জার নীতিতে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা এবং ক্লোজার–মার্জার নীতি প্রয়োগ করে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধ না করার দাবিতে বুধবার এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ৫০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা আজ শিলংপট্টিস্থ বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সুব্রত চন্দ্র নাথ।

স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এআইডিএসও–র কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য। তিনি বলেন কাছাড় জেলার সরকারি বিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যক শিক্ষক শূন্যতা বছরের পর বছর ধরে থাকায় শিক্ষাব্যবস্থা আজ চরম বিপর্যস্ত। অগণিত স্কুলে বিষয় শিক্ষক নেই—এতে শিক্ষার্থীরা ন্যূনতম পাঠদান থেকেও বঞ্চিত হচ্ছে। সাধারণ দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীরা তাই বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দ্বারস্থ হচ্ছে। অথচ ছাত্র সংখ্যা হ্রাসের আসল কারণ যে শিক্ষকের অভাব তা দূরীকরণের চেষ্টা না করে সরকার ‘ক্লোজার–মার্জার’ নীতির মাধ্যমে মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল একের পর এক বন্ধ করে দিচ্ছে। এটি শিক্ষার উপর সরাসরি আঘাত—তা কোনওভাবেই নেওয়া যায় না। দেশের দরিদ্র ও সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই জনবিরোধী ষড়যন্ত্র রুখতেই ৫০ হাজার স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা কাছাড় জেলায় করা হয়েছে। সরকারি শিক্ষার ওপর মানুষের আস্থা নষ্ট করার অপচেষ্টা সর্বাবস্থায় রুখতে হবে। সরকারি স্কুলকে বাঁচাতে এবং শিক্ষার অধিকার রক্ষায় সকল সচেতন মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিএসও–র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য, রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য, জেলা সহ-সভাপতি আপন লাল দাস, জেলা সম্পাদক স্বপন চৌধুরী, সহ জেলা নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *