ইটখোলা ঘাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল কংগ্রেস

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ইটখোলা ঘাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখেন। অভিজিৎ পাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং জেলা কংগ্রেস পরিবারগুলোর পাশে থেকে যথা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও কথা জানান

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দমকলের ৭টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরগুলোর যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ইটখোলা ঘাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল কংগ্রেস
ইটখোলা ঘাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল কংগ্রেস

Author

Spread the News