দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর জেলায় স্থানীয় ছুটি

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : আলোর উৎসব দীপাবলি  উপলক্ষে আগামী ১ নভেম্বর জেলায় সবেতন ছুটি ঘোষণা করলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সোমবার এক নির্দেশে  স্থানীয় ছুটির নির্দেশ জারি করেন তিনি। নিগোশিবল ইনস্ট্রোমেন্টস অ্যাক্ট-এর অধীনে মঞ্জুরীকৃত এদিনের ছুটির আওতায় রাজস্ব বিভাগ ও আদালত সহ জেলার সব রাজ্য সরকারের কার্যালয়, শিক্ষা ও অর্থকরী প্রতিষ্ঠান থাকবে।

তবে এই ছুটির অধীনে নিদৃষ্ট জরুরীকালীন পরিষেবা সমুহ অথবা পূর্ব নির্ধারিত কোন লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার ইত্যাদিতে কোনধরনের ব্যাঘাত ঘটবে না বা এসবে জড়িতদের কাজে বিঘ্ন ঘটবে না। উৎসবমুখর পরিবেশে দিনটি যাতে সবাই পালন করতে পারেন এজন্য জেলার নিত্য প্রয়োজনীয় ও জরুরি কালীন পরিষেবা সচল রাখার ক্ষেত্রে জেলা প্রশাসন সচেষ্ট বলেও নির্দেশে উল্লেখ করেছেন জেলা আয়ুক্ত। উল্লেখ্য, জেলায় বসবাসরত ও সরকারী কর্মচারী তাদের পরিবারসমেত দিনটি যাতে উদযাপন করতে পারেন এই উদ্দেশ্যেকে সামনে রেখে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর জেলায় স্থানীয় ছুটি

এ দিকে, কামরূপ মেট্রো জেলায় থাকা রাজ্য সরকারের সমস্ত কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আগামী ১ নভেম্বর দীপাবলী উপলক্ষে বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে।

দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর জেলায় স্থানীয় ছুটি

Author

Spread the News